প্রচ্ছদ ›› খেলা

পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডের ঘরে শিরোপা

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২২ ১৭:৪১:২৭ | আপডেট: ২ years আগে
পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডের ঘরে শিরোপা

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে নিল ইংল্যান্ড। ফাইনালের মঞ্চে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় জস বাটলারের দল।

রোববার ফাইনালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলেছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করে।

এর আগে পাকিস্তান ও ইংল্যান্ড দুই দলই একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে।

২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় আসরে শিরোপা জিতে পাকিস্তান। লর্ডসের ফাইনালে শ্রীলংকাকে ৮ উইকেটে হারায় পাকিস্তান।

আর ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরের ফাইনালিস্ট ছিলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের কিংস্টন ওভালের ফাইনাল ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিলো ইংল্যান্ড।