প্রচ্ছদ ›› খেলা

কাতার বিশ্বকাপ ২০২২

পেনাল্টি মিস করে প্রথমার্ধে পিছিয়ে সৌদি

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২২ ২০:২৫:০১ | আপডেট: ১ year আগে
পেনাল্টি মিস করে প্রথমার্ধে পিছিয়ে সৌদি

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের মুখেমুখি হয়েছে সৌদি আরব। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে রয়েছে হার্ভ রেনার্ডের শিষ্যরা। যদিও পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ ছিল। তবে গোল করতে ব্যর্থ হন সেলিম আল-দাওসারি।

শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলছে দুদল। তবে প্রথমার্ধে ভালো পজিশনে থেকেও কোনো গোল করতে পারেনি সৌদি।

ম্যাচের প্রথমার্ধ সৌদি বল পজিশনে ৫৯ শতাংশ এগিয়ে ছিল। তারা মোট ৪টি শটও নিয়েছে, যেখানে ৩টি গোলমুখে ছিল। তবে সেখান থেকে কোনো গোল আদায় করে নিতে পারেনি। অন্যদিকে পোলিশরা ৩ শটের একটি গোলমুখে রেখে সেখান থেকেই গোল তুলে নেয়।

উল্টো ম্যাচে ৩৯তম মিনিটে পিছিয়ে যায় সৌদি। রবার্ট লেভান্ডভস্কির বল পেলেও গোলরক্ষক এগিয়ে আসায় শট নিতে পারেননি। বাইলাইনের কাছাকাছি থেকে বার্সেলোনা ফরোয়ার্ডের কাটব্যাকে জোরাল শটে বল জালে পাঠান পিওতর জেলিনস্কি।

খেলার ৪৪তম মিনিটে পেনাল্টি পায় সৌদি। কিন্তু সেখান থেকে গোল করতে পারেননি সালিম আলদাওসারি। ডি-বক্সে পোল্যান্ডের বেইলিকের পায়ে লেগে সৌদি আরবের আল-শেহরি পড়ে গেলে ভিএআরের সাহায্যে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। সেখান থেকে সেলিম আল-দাওসারির শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান পোলিশ গোলরক্ষক স্ট্যাসনি। তবে বল ধরে রাখতে পারেননি। কিন্তু ফিরতি বল মোহামেদ আল-ব্রেইক উড়িয়ে মারলে বঞ্চিত হয় সৌদি।