প্রচ্ছদ ›› খেলা

পেনাল্টি মিস করে শিরোপা হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২২ ২০:২৩:০০ | আপডেট: ২ years আগে
পেনাল্টি মিস করে শিরোপা হারালো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে নেপালের বিপক্ষে বাংলাদেশ জিততেই হতো। ড্র করলেও শিরোপা হাতছাড়া। এমন সমীকরণের ম্যাচে পেনাল্টি মিস করে শিরোপা হারিয়েছে সাবিনাদের উত্তরসূরিরা।

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে ড্র করেও হেড টু হেডে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল।

তিন দেশের টুর্নামেন্টের খেলাগুলো হয়েছে ডাবল লিগ পদ্ধতিতে। চার ম্যাচে নেপালের পয়েন্ট ১০, বাংলাদেশের ৭। চার ম্যাচে ভুটানকে দুই লেগে যথাক্রমে ৮-০ ও ৯-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম লেগে নেপালের বিপক্ষে হারের পর এবার ড্র করল দল। এতে রানার্স আপ হয়েই থাকতে হল বাংলাদেশকে।

ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় নেপাল। ৫৪ মিনিটে দলকে সমতায় ফেরান অধিনায়ক রুমা আক্তার। পরের মিনিটেই লিড পেতে পারত লাল সবুজের প্রতিনিধিরা। তবে নেপাল গোলরক্ষক সেই সুযোগ কাজে লাগাতে দেননি। ৭৮ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ৮৮ মিনিটে পেনাল্টির সুযোগ মিস করে দলকে হতাশায় ডোবান জয়নব বিবি রিতা। ডান পায়ে নেওয়া তার দুর্বল শট চলে যায় নেপালের গোলরক্ষক সুজাতা তামাংয়ের হাতে। শেষ পর্যন্ত পেনাল্টি মিসের খেসারত দিয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সাবিনাদের উত্তরসূরিদের।