আসন্ন কাতার বিশ্বকাপের ৩১তম দল হিসেবে জায়গা করে নিলো অস্ট্রেলিয়া। আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে গড়ানো ম্যাচের সুবাদে এবার বিশ্বকাপের মূল পর্বে খেলবে ক্যাঙ্গারুরা।
টাইব্রেকারে পেরুকে ৫-৪ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। এবার কাতার বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিশিয়া।
সোমবার রাতে কাতারের আহমাদ বান আলি স্টেডিয়ামে এ জয়ে টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলবে অস্ট্রেলিয়া।
এদিন ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার মার্টিন বয়েল। তবে পরের পাঁচটি শটেই ঠিকানা খুঁজে পায় তারা।
এদিকে পেরুর তৃতীয় শটে গোল পাননি ডিফেন্ডার লুইস আদভিনকুলা। ১১৬তম মিনিটে ক্রিস্তিয়ান কুয়েভার চোটের জন্য মাঠ ছাড়লে বদলি নামেন ভালেরা। তার শটই ঠেকিয়ে দলকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান রেডমেইন।