প্রচ্ছদ ›› খেলা

প্রথম ওয়ানডেতে ধীরগতির ওভার রেট, ভারতকে গুনতে হলো জরিমানা

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২২ ২০:৫৭:০৫ | আপডেট: ১ year আগে
প্রথম ওয়ানডেতে ধীরগতির ওভার রেট, ভারতকে গুনতে হলো জরিমানা

প্রথম ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ এখনও বয়ে বেড়াতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। রোববার ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে দলটিকে তাদের ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করা হয়।

সোমবার বিকালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ তথ্য জানায়।

ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের রঞ্জন মাদুগাল সময় বিবেচনায় গত খেলায় ৪৬ ওভার করতে চার ওভার পিছিয়ে থাকায় এই জরিমানা করার সিদ্ধান্ত নেয়।

আইসিসি’র নিয়ম অনুযায়ী সময়ের বিচারে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়।

বাংলাদেশের ইনিংসের সিংহভাগ ম্যাচে এগিয়ে থাকা সত্ত্বেও, ভারত শেষ পর্যন্ত এক উইকেটে পরাজিত হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের কারণে মাত্র ১৮৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

সাকিব পাঁচ ও এবাদত চারটি উইকেট নেন। অন্যদিকে মেহেদীর অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ জয় নিশ্চিত করে। কারণ হাতে ছিল মাত্র এক উইকেট, প্রয়োজন ৫১ রান। এই লক্ষ্যকে তাড়া করেই জয় ছিনিয়ে নেন তিনি।

অন্যদিকে ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ তিন উইকেট নিলেও হারের স্বাদ নিতে হয়।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকায় ৭  ডিসেম্বর এবং চট্টগ্রামে ১০ ডিসেম্বর।