তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে শুক্রবার দুপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে দুপুর দুইটায়।
বিশ্বকাপের হতাশা ভুলে পাকিস্তানের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া টাইগাররা। তবে সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বাবর আজম বাহিনী এগিয়ে থাকলেও হোম অব ক্রিকেটের অতীত রেকর্ড কথা বলছে টাইগারদের হয়েই।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি সৌম্য-লিটনের। এছাড়া পাকিস্তান সিরিজে তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকেও পাচ্ছে না বাংলাদেশ।
এদের মধ্যে তামিম ও সাকিব চোটের কারণে ঘরের মাঠে এই টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না। আর টেস্ট সিরিজ বিবেচনায় বিশ্রামে রয়েছেন মুশফিক।
এদিকে চমক হিসেবে পাকিস্তান সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন আকবর আলী। এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
আকবর ছাড়াও নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সাইফ হাসান, ইয়াসির আলী ও শহিদুল ইসলাম।
শুক্রবার প্রথম টি-টোয়েন্টির পর একই ভেন্যুতে ২০ ও ২২শে নভেম্বর হবে বাকি দুই ম্যাচ। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬শে নভেম্বর শুরু প্রথম টেস্ট। আর ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।