প্রচ্ছদ ›› খেলা

প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২১ ০৯:১৫:১৬ | আপডেট: ৩ years আগে
প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ

লজ্জার হার আর হতাশা দিয়েই শুরু হলো বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে একবারই স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

২০১২ সালে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশকে স্কটিশরা হারিয়ে দিয়েছিল। এই ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে শতভাগ জয়ের ধারা ধরে রাখলো ইউরোপের দেশটি।

ওমানে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হয়ে বাংলাদেশ হেরে গেলো ৬ রানের ব্যবধানে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় লজ্জাজনক এই পরাজয় হলো সঙ্গী।

স্কটল্যান্ডের করা ১৪০ রানের জবাবে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে থেমে গেছে ১৩৪ রানে।