প্রচ্ছদ ›› খেলা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২২:৩৪ | আপডেট: ২ years আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সৌরভ গাঙ্গুলী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী।

শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সাক্ষাতের সময়ে আরও উপস্থিত ছিলেন সৌরভের তার স্ত্রী ডোনা গাঙ্গুলি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ভারতীয় ব্যাংক আইসিআইসিআই-এর প্রচারণায় গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসেছেন সৌরভ গাঙ্গুলী। কাল তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত মেয়র কাপও উদ্বোধন করেন। সৌরভকে এই মেয়র কাপের শুভেচ্ছাদূত করা হয়েছে।

আগামী মার্চে শুরু হবে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ। এই টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল ও ভলিবল ক্যাটেগরিতে ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন।