প্রচ্ছদ ›› খেলা

প্রোটিয়া ব্যাটার জুবায়ের হামজা ৯ মাসের জন্য নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২২ ১৭:৪১:৪৭ | আপডেট: ১ year আগে
প্রোটিয়া ব্যাটার জুবায়ের হামজা ৯ মাসের জন্য নিষিদ্ধ

ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় দক্ষিণ আফ্রিকান ব্যাটার জুবায়ের হামজাকে আর্ন্তজাতিক ক্রিকেটের সব সংস্করণে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

মঙ্গলবার আইসিসি জানিয়েছে, ১৭ জানুয়ারি নমুনা জমা দেয়ার পর থেকে ২২ মার্চ পর্যন্ত হামজা যে কটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তার তথ্য পরিসংখ্যানে রাখা হবে না।

সেই সময় নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট তিনি ২৫ ও ৬ রান করেন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থা জানিয়েছে, হামজা তার অপরাধ স্বীকার করেছে।

২৬ বছর বয়সী হামজা দক্ষিণ আফ্রিকার হয়ে ছয়টি টেস্ট এবং একটি ওয়ানডে খেলেছেন। ২২ ডিসেম্বর শেষ হবে তার শাস্তির মেয়াদ।

আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, সব আন্তর্জাতিক ক্রিকেটার প্রতিশ্রুতিবদ্ধ যে তারা তাদের শরীরে যা নিবে তার জন্য তারা দায়বদ্ধ থাকবে। কোন ওষুধ নেয়ার আগে নিশ্চিত হতে হবে যে সেখানে কোনো নিষিদ্ধ পদার্থ নেই।