টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফইনালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলেছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ড্যারিল মিচেলের হাফসেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতেই ১২.৪ ওভারে ১০৫ রান তোলেন বাবর ও রিজওয়ান। চলতি আসরে বাজে ফর্মে থাকা বাবর অবশেষে রানের দেখা পান। ৪০ বলে হাফসেঞ্চুরি করা এই ব্যাটার শেষ পর্যন্ত ৫৩ রানে বিদায় নেন। ৪২ বলে ৭টি চার হাঁকিয়ে ট্রেন্ট বোল্টের বলে আউট হন। ১৩তম ওভারে তুলে মারতে গিয়ে ড্যারিল মিচেলকে ক্যাচ দেন।
অন্যপ্রান্তে অবিচল থাকা রিজওয়ান ৩৬ বলে ফিফটির দেখা পান। বোল্টের দ্বিতীয় শিকারে পরিণত হওয়া এই তারকা ৪৩ বলে ৫টি চারে ৫৭ রানে মাঠ ছাড়েন। তবে মোহাম্মদ হারিস ২৬ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩০ করে প্রায় শেষ দিকে আউট হন। কিন্তু জয় পেতে কোনো সমস্যা হয়নি পাকিস্তানের।
কিউই বোলার ট্রেন্ট বোল্ট ২টি ও মিচেল স্যান্টনার একটি উইকেট পান।
টস জিতে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। শাহিন শাহ আফ্রিদির করা ইনিংসের তৃতীয় বলে এলবি হয়ে মাঠ ছাড়েন ওপেনার ফিন অ্যালেন (৪)। এরপর সেট হতে যাওয়া ডেভন কনওয়েকে রান আউটে ফেরায় পাকিস্তান। ২০ বলে ২১ রান করে এই বাঁহাতি। দলীয় ৫০ রানের আগে গ্লেন ফিলিপসকে মাঠ ছাড়া করান মোহাম্মদ নওয়াজ। বল করে নিজেই ক্যাচ নেন তিনি।
দলীয় সেঞ্চুরির পর নিউজিল্যান্ড তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে হারায়। ১৭তম ওভারে তাকে বোল্ড করেন আফ্রিদি। ৪২ বলে একটি চার ও ছক্কায় ৪৬ করেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে উইলিয়ামসন ড্যারেল মিচেলের সঙ্গে ৫০ বলে ৬৮ রানের পার্টনারশিপ গড়েন।
পঞ্চম উইকেটে জেমস নিশামের সঙ্গে ২২ বলে ৩৫ রান তোলেন মিচেল। তিনি শেষ পর্যন্ত ৩৫ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার তৃতীয় হাফসেঞ্চুরি। ১৬ রানে মাঠ ছাড়েন নিশাম।
পাকিস্তান বোলার শাহিন শাহ আফ্রিদি ২টি ও মোহাম্মদ নওয়াজ একটি উইকেট নেন।
ম্যাচ সেরা হন মোহাম্মদ রিজওয়ান।
আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনাল খেলবে পাকিস্তান। আগামীকাল ভারত-ইংল্যান্ড ম্যাচের জয়ী দল হবে বাবরদের প্রতিপক্ষ।