আট দলকে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল প্রতিযোগিতা। মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।
‘এ’ গ্রুপে আছে- বাংলাদেশ নৌ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি), বাংলাদেশ পুলিশ ও যোশে ফাইটস ক্লাব এবং ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- বিকেএসপি, ধুমকেতু ক্লাব, বাংলাদেশ বিমান বাহিনী ও ক্যান্টনিয়ানস ক্লাব।
বৃহস্পতিবার উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলা সকাল ৮:০০টায় বাংলাদেশ পুলিশ বনাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), দ্বিতীয় খেলা যোশে ফাইটস বনাম বাংলাদেশ নৌ বাহিনী, তৃতীয় খেলা ক্যান্টনিয়ানস বনাম বিকেএসপি ও ৪র্থ খেলা বাংলাদেশ বিমান বাহিনী বনাম ধুমকেতু ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি।