ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। এ হারের সঙ্গে শাস্তির মুখেও পড়েছে টাইগাররা।
বুধবার আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, স্লো ওভার রেটের কারণে টিমের পুরো একাদশকে জরিমানা করা হয়েছে।
আরও বলা হয়, দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম করেছিল বাংলাদেশ। ফলে দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
এখন পর্যন্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।