বাংলাদেশের এক খুদে ক্রিকেটারের বোলিং দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্বের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।
এই বিস্ময় বালক বাংলাদেশের বরিশালের মহাবাজ এলাকার বাসিন্দা। দুরন্ত প্রতিভার এই শিশুর নাম আছাদুজ্জামান সাদিদ। তার বোলিংয়ের ভিডিও বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। এরই মধ্যে আসাদুজ্জামান পৌঁছে গেল ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার পর্যন্তও।
৪০ সেকেন্ডের ভিডিওতে এই শিশুকে সব মিলিয়ে আটটি বল করতে দেখা যায়। কোনোটিতে করেছেন লেগ স্পিন, কোনটিতে গুগলি। সব বলই ভুগিয়েছে ব্যাটসম্যানদের। এর তিনটিতে ব্যাটসম্যান বোল্ড।
দুই দফায় রাস্তায় করেছে ৫ বল। আর বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে করেছে তিনটি। ব্যাটসম্যানকে বোকা বানানোর কিংবা আউট করার দৃশ্য ছুঁয়ে গেছে টেন্ডুলকারকে।
ভিডিওটি শচীন শেয়ার করেছেন তার টুইটার ও ফেসবুকে, যা ইতিমধ্যে আলোচনার খোঁড়াক হয়ে দাঁড়িয়েছে।
তিনি লিখেছেন, অসাধারণ! এক বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেলাম। দুর্দান্ত! এ খেলার প্রতি ছেলেটার ভালোবাসা স্পষ্টই!
বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীসও তার বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন ফেসবুকে।
জানা যায়, সাদিদের আদর্শ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।