প্রচ্ছদ ›› খেলা

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি অনলাইনে বিক্রির পরিকল্পনা বিসিবির

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২২ ১৯:৩৭:১১ | আপডেট: ২ years আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি অনলাইনে বিক্রির পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি পুরুষদের বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় দলের জার্সি বিক্রি করার পরিকল্পনা করছে।

সোমবার বোর্ডের চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্সি উন্মোচন করে বিসিবি। জার্সির নকশা প্রকাশের পরপরই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মধ্যে এর ব্যাপক চাহিদা তৈরি হয়।

জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভক্তদের কাছে জার্সি বিক্রি করার পরিকল্পনা করছি। ‘আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি কে এটা বিক্রি করবে। তবে প্রাথমিকভাবে আমরা বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জার্সি বিক্রি করতে চাই।’

তবে ভক্তরা কবে নাগাদ বাংলাদেশ দলের জার্সি কিনতে পারবেন তা নিশ্চিত করেননি তিনি। 

এর আগে, বিসিবি স্থানীয় তৃতীয় পক্ষ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অফিসিয়াল জার্সি বিক্রি করত।

২০২২ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের অফিসিয়াল জার্সিটি সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার ও বিখ্যাত জামদানি মোটিফের থিমের ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে।