প্রচ্ছদ ›› খেলা

বাতিল হতে পারে এবারের এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৩ ১৩:২৫:০৯ | আপডেট: ১ year আগে
বাতিল হতে পারে এবারের এশিয়া কাপ
পুরনো ছবি

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের কথা পাকিস্তানের। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের জেরে দেশটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। এই অচলাবস্থা ভাঙতে এশিয়া কাপ আয়োজনের একটি হাইব্রিড মডেল উত্থাপন করেছিল পাকিস্তান। যেখানে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে, আর অংশগ্রহণকারী বাকি ৫ দল পাকিস্তানেই খেলবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির সেই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি জয় শাহও। তবে ভারতে ফিরে আবার উল্টো সুর শাহর।

সপ্তাহ দুয়েক আগে শাহ জানিয়েছিলেন, অন্য দেশগুলোর থেকে সম্মতি নিয়ে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করতে চায় কাউন্সিল। তার ভাষ্য, ‘এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করার বিষয়ে আমরা অংশগ্রহণকারী অন্য দেশগুলোর ইঙ্গিতের অপেক্ষায় আছি। এছাড়া পাকিস্তান-ভারত ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েও অপেক্ষায় আছি।’

সূত্রের বরাত দিয়ে জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পিসিবি যদি তাদের হাইব্রিড মডেলে অনড় থাকে তাহলে এবার এশিয়া কাপ নাও হতে পারে, এবং পিসিবি এজন্য প্রস্তুত। পুরো টুর্নামেন্ট অন্য দেশে আয়োজনের পরিকল্পনা নাকচ করে দিয়েছে পিসিবি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রীলঙ্কা ও বাংলাদেশ বোর্ডও নাকি অনানুষ্ঠানিকভাবে পাকিস্তানকে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য বলেছে, তবে এটি ব্যর্থ হয়েছে।

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব নিতে চেয়েছিল শ্রীলঙ্কা। আরব আমিরাতও আয়োজনের দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু পিসিবির উদ্বেগ হচ্ছে, এবার যদি এমন কিছু হয় তাহলে সমস্যা বাড়তেই থাকবে এবং আগামী ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করাও কষ্টকর হবে।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও এশিয়া কাপ বাতিলের প্রস্তুতি নিয়ে রেখেছে। এরইমধ্যে পাঁচজাতি একটি টুর্নামেন্ট করার পরিকল্পনা করছে তারা। সূত্র অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যেই আসতে পারে বড় সিদ্ধান্ত।