প্রচ্ছদ ›› খেলা

বাবর-শান্তকে হারিয়ে আইসিসির মাসসেরা টেক্টর

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৩ ১৬:৫১:০৮ | আপডেট: ১০ মাস আগে
বাবর-শান্তকে হারিয়ে আইসিসির মাসসেরা টেক্টর
ছবি: আইসিসি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স ছিল আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান হ্যারি টেক্টরের। তারই স্বীকৃতিস্বরূপ আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। আয়ারল্যান্ডের হয়ে টেক্টরই প্রথম ব্যাটসম্যান যিনি আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন।

মাসসেরার লড়াইয়ে টেক্টরের প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং বাংলাদেশের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তাদের হারিয়ে এই পুরস্কার বাগিয়ে নিলেন টেক্টর।

সুপার লিগে আয়ারল্যান্ড ভালো করতে না পারলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন টেক্টর। মে মাসের ৯ তারিখে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বৃষ্টি নামার আগে সেই ম্যাচে ২১ রানে অপরাজিত ছিলেন টেক্টর।

দ্বিতীয় ম্যাচে তো বাংলাদেশি বোলারদের ওপর বইয়েছেন ঝড় টেক্টর। ১১৩ বলে খেলেছেন ১৪০ রানের বিস্ফোরক ইনিংস। যাতে ৭টি চারের সঙ্গে ছিল ১০টি ছক্কার মার। যদিও সেই ইনিংসেই শান্তর সেঞ্চুরি ম্লান করে দেয় টেক্টরের দুর্ধর্ষ সেঞ্চুরি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৮ বলে টেক্টর খেলেন ৪৫ রানের ইনিংস।

পুরস্কার জিতে টেক্টর বলেছেন, ‘পুরস্কারটি জিতে আমি খুবই আনন্দিত এবং যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। যদিও ক্রিকেট মূলত একটি দলীয় খেলা। তাই এমন পুরস্কার দলের পারফরম্যান্স উন্নতিরই একটি প্রতিফলন।’