প্রচ্ছদ ›› খেলা

বার্সায় থাকতে মেসির চার শর্ত!

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২১ ১৮:০৪:৫০ | আপডেট: ৪ years আগে
বার্সায় থাকতে মেসির চার শর্ত!

ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বেশি আলোচানায় রয়েছেন লিওনেল মেসি। কেননা এই মৌসুমেই ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে এলএম-টেনের। ফলে মেসির পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। যদিও ফুটবল বিশ্লেষকরা মনে করেন মেসির সঙ্গে বার্সার যে বন্ধন, তা মেসি ক্ষুদ্র কোনো কারণে ভেঙে দিতে চাইবেন না।

চলতি মৌসুমের শুরুতে ক্লাবের সাবেক সভাপতির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয় মেসি। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা পছন্দ না হওয়ায় ক্লাব ছাড়ার কথা নিজেই জানান তিনি। এরপর থেকেই মেসিকে নিয়ে স্পেনের বাতাসে ভেসে আসছে নানা ধরনের গুঞ্জন। কেউ বলছেন মেসির পরের গন্তব্য তারই বন্ধু নেইমারের বর্তমান ক্লাব পিএসজি, আবার কেউ কেউ বলছেন পিএসজি নয়, সাবেক গুরু গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটিতে যেতে পারেন মেসি।

তবে এই কয়েক মাসে বার্সেলোনায় এসেছে বেশ পরিবর্তন। বদলে গেছে কোচ, বদলেছে ক্লাব সভাপতিও। ফলে মেসি কি এখন কাতালানদের সঙ্গেই থাকবেন, এমন প্রশ্নও উঠেছে বেশ। স্প্যানিশ মিডিয়ার দাবি হুয়ান লাপোর্তা বার্সা প্রেসিডেন্ট হওয়ার পর মেসি নাকি স্পেনেই নিজের ক্যারিয়ার শেষ করতে রাজি। তবে তার জন্য নতুন চুক্তিতে স্বাক্ষর করার আগে লাপোর্তার সামনে চারটি শর্ত রেখেছেন আর্জেন্টাইন তারকা। যদিও বিষয়টি এখনো গুঞ্জনই তবে শর্ত মানলেই নাকি বার্সায় থাকবেন মেসি! বাস্তবপক্ষে এই শর্তগুলি মানা খুব একটা সহজ নয়।

মেসির দেওয়া চার শর্তগুলো হলো

প্রতিযোগিতাপূর্ণ দল

মেসি চান আগামী মৌসুমে এমন দল তৈরি করা হোক যাতে ফের ম্লান হওয়া আধিপত্য ফিরে পায় বার্সা। এই কিংবদন্তী ফুটবলারের ইচ্ছা, দল যাতে প্রতিটা ট্রফির জন্য লড়াই করে।

আর্লিং হালান্ড ও সার্জিও আগুয়েরো

মেসি নাকি ব্যক্তিগতভাবে লাপোর্তার কাছে আবেদন করেছেন, যাতে হালান্ড ও আগুয়েরোকে নিয়ে আসে ক্লাব। তার দাবি হালান্ড-আগুয়েরোকে নিতে পারলে দল লুইস সুয়ারেজ কিংবা নেইমারে অভাব আর টের পাবে না।

লা মাসিয়ায় গুরুত্বারোপ

মেসির মতে লা-মাসিয়া থেকে বার্সার নতুন প্রজন্ম তৈরি করাটা খুবই জরুরি। ফলে আনসু ফাতির মতো আরও অনেক তরুণ ফুটবলারকে সিনিয়র দলে দেখতে চান তিনি।

মেসি টু লাপোর্তা কমিউনিকেশন

দল বা ব্যক্তিগত কোনো সমস্যা হলে বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার সঙ্গে সরাসরি কথা বলতে চান মেসি।