ছুটি কাটিয়ে বার্সেলোনায় ফিরেছিলেন লিওনেল মেসি। উদ্দেশ্য স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করা। কিন্তু অর্থনৈতিক ও কাঠামোগত বাধা-বিপত্তির বেড়াজালে আটকে গেল মেসি ও বার্সেলোনার চুক্তি নবায়ন।
সবরকম চেষ্টার পরেও মেসিকে ধরে রাখতে ব্যর্থ হয় কাতালান ক্লাবটি। ইতোমধ্যেই ক্লাবের পক্ষ থেকে চলে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। সেখানে বলে দেওয়া হয়েছে, মেসিকে আর ধরে রাখা সম্ভব হচ্ছে না! আর তাতে শেষ হলো আর্জেন্টাইন এই তারকার বার্সেলোনা অধ্যায়। ছিন্ন হলো মেসি ও বার্সেলোনার দুই দশকের দীর্ঘ সম্পর্ক।
বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক এক বিবৃতিতে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে না পারার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।
ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'নতুন চুক্তির ব্যাপারে বার্সেলোনা ও লিওনেল মেসির মধ্যে পূর্ণ সমঝোতা হলেও অর্থনৈতিক ও কাঠামোগত বাধা-বিপত্তির (লা লিগার আরোপিত আইনের) কারণে তা আলোর মুখ দেখেনি।'
মেসির সাথে বার্সেলোনার চুক্তি শেষ হয়েছে গত ৩০ জুন। এরপর থেকেই ফ্রি এজেন্ট বার্সেলোনা থেকে সদ্য সাবেক হওয়া এই আর্জেন্টাইন ফুটবলার।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেতন কমিয়ে বার্সেলোনার সঙ্গে ৫ বছরের নতুন চুক্তি করতেও সম্মতি দিয়েছিলেন মেসি। কিন্তু লা লিগার আইন অনুযায়ী বার্সেলোনা অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল না হওয়ায় সেই চুক্তি আর নবায়ন করা সম্ভব হয়নি।
২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমান মেসি। তিন বছরের মাথায় ২০০৩ সালের নভেম্বরে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় আর্জেন্টিনার এই ফুটবল জাদুকরের।
দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের বার্সেলোনার জার্সিতে ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি। এসময় মেসির বাম পায়ের জাদুতে এসেছে ৬৭২টি গোল, জিতেছেন ৩৪টি ট্রফি। বার্সেলোনার হয়ে সবেচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও এই আর্জেন্টাইন তারকা দখলে।