অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের বিগ ব্যাশের এবারের আসরের জন্য ১৬৯ জনেরও বেশি-বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। তবে বিগ ব্যাশের আয়োজকরা বুধবার ৯৮ বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন। এর মধ্যে বাংলাদেশের তিনজন ক্রিকেটার রয়েছেন।
বাংলাদেশি এই ক্রিকেটাররা হলেন-দুই পেসার আল আমিন হোসেন, শফিউল ইসলাম এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা অলরাউন্ডার রিপন মন্ডল।
আগামী ১৩ ডিসেম্বর বিগ ব্যাশের আসন্ন মৌসুম শুরু হবে। প্রায় দুই মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল আগামী বছরের ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বিগ ব্যাশের ড্রাফট আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেদিনই জানা যাবে বাংলাদেশি কোনো ক্রিকেটার এই লিগে দল পাবেন কিনা।
এদিকে ২০২৩ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাঠে গড়াবে। ১৬ ফেব্রুয়ারি শেষ হবে। ফলে বিগ ব্যাশ চলার সময় বিপিএলও চলবে।
এর আগে বিসিবি জানায় বিপিএলের সময় দেশের কোনো ক্রিকেটার বিদেশি লিগে খেলতে পারবে না। তাইর বিগ ব্যাশে দল পেলেও আল-আমিন, শফিউল ও রিপনের খেলা হবে না।