প্রচ্ছদ ›› খেলা

বিপিএল-২০২৩: কাল থেকে শেষ পর্বের টিকিট বিক্রি শুরু

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৪:১২ | আপডেট: ১ year আগে
বিপিএল-২০২৩: কাল থেকে শেষ পর্বের টিকিট বিক্রি শুরু
ইউএনবি ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বের টিকিট বিক্রি শুরু কাল থেকে। বৃহস্পতিবার দুইটি বুথে সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। এছাড়াও ম্যাচের দিন টিকিট থাকা সাপেক্ষেও বিক্রি হবে।

ছয়টি ভিন্ন স্ট্যান্ড থেকে প্রত্যেকে একটি আসন বেছে নিতে পারবেন। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম দেড় হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম এক হাজার টাকা, ক্লাব হাউসের টিকেট ৫০০ টাকা, নর্থ/সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা।

টিকিট কাউন্টারগুলো মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন টিকিট বুথে থাকবে। ম্যাচের দিন এবং প্রতিটি ম্যাচের আগের দিন টিকিট কেনার সুযোগ থাকবে। টিকিট কাউন্টার/বুথ সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে।

ঢাকা, চট্টগ্রামে প্রথম পর্বের পর এবারের বিপিএলের আগের পর্বগুলো হয়েছিল সিলেটে।

বর্তমানে, সিলেট স্ট্রাইকার্স ১০টি ম্যাচের মধ্যে আটটি জয়, দুটি পরাজয় এবং ১৬ পয়েন্ট নিয়ে লিগে এগিয়ে রয়েছে। স্ট্রাইকাররা একমাত্র দল যারা প্লে-অফ বার্থ নিশ্চিত করেছে।

ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছয়টি জয়, তিনটি পরাজয় এবং ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, যদিও ভিক্টোরিয়ান্সদের রান রেট ভালো। পাঁচ জয়, তিন হার ও ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রংপুর রাইডার্স।

ঢাকা ডমিনেটররা তিন জয়, সাত হার ও ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে, যেখানে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর দুই জয়, সাত হার ও চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। খুলনা টাইগার্স চট্টগ্রামের চেয়ে ভালো রান রেট নিয়ে কিছুটা ভালো জায়গায় আছে।