প্রচ্ছদ ›› খেলা

বিপুল ভোটে এগিয়ে সাকিব

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৪ ১৮:৪১:৪৮ | আপডেট: ১০ মাস আগে
বিপুল ভোটে এগিয়ে সাকিব

চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন আসনে আসনে চলছে ভোট গণনার কাজ। এরই মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিপুল ব্যবধানে এগিয়ে আছেন।

৩টি কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, সাকিবের পক্ষে নৌকা প্রতীকে ভোট পড়েছে ৩ হাজার ২৭০টি। সাকিবের নিকটতম প্রার্থী হিসেবে ভোট পড়েছে বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের ডাব মার্কায়। তিনি মাত্র ৭১ ভোট পেয়েছেন। অর্থাৎ, সাকিবের ধারে-কাছেও যেতে পারেননি কেউ।

এর আগে, সকাল ৮টায় মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দরি মাগুরা ১১১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সাকিব। এ সময় তার বাবা মাশরুর রেজা, সাকিবের বোন বৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যরা ভোটদানে অংশ নেন।

ভোট দেওয়ার শেষে সাকিব সাংবাদিকদের বলেন, ‘এ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি মনে করি এ নির্বাচনে ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগন্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারবো।

মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

এই আসনে মোট ভোটার ৪০০,৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০,৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১। এই আসনে মোট কেন্দ্র ১৫২টি।