চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন আসনে আসনে চলছে ভোট গণনার কাজ। এরই মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিপুল ব্যবধানে এগিয়ে আছেন।
৩টি কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, সাকিবের পক্ষে নৌকা প্রতীকে ভোট পড়েছে ৩ হাজার ২৭০টি। সাকিবের নিকটতম প্রার্থী হিসেবে ভোট পড়েছে বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের ডাব মার্কায়। তিনি মাত্র ৭১ ভোট পেয়েছেন। অর্থাৎ, সাকিবের ধারে-কাছেও যেতে পারেননি কেউ।
এর আগে, সকাল ৮টায় মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দরি মাগুরা ১১১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সাকিব। এ সময় তার বাবা মাশরুর রেজা, সাকিবের বোন বৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যরা ভোটদানে অংশ নেন।
ভোট দেওয়ার শেষে সাকিব সাংবাদিকদের বলেন, ‘এ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি মনে করি এ নির্বাচনে ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগন্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারবো।
মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
এই আসনে মোট ভোটার ৪০০,৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০,৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১। এই আসনে মোট কেন্দ্র ১৫২টি।