প্রচ্ছদ ›› খেলা

বিমানবন্দরে সাফজয়ী মেয়েদের ডলার চুরি!

ক্রীড়া ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৭:৫৯ | আপডেট: ২ years আগে
বিমানবন্দরে সাফজয়ী মেয়েদের ডলার চুরি!

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহারের ডলার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ছাদখোলা বাসে বাফুফে ভবনে এসে বুধবার রাতে বিষয়টি খেয়াল করেছেন দুই নারী খেলোয়াড়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ অথবা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে এখনো কোনো অভিযোগ জানানো হয়নি।

বৃহস্পতিবার দুপুরে ফেডারেশন থেকে বিমানবন্দরে যোগাযোগ করা হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

গোলাম রব্বানী ছোটন বলেন, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা, বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।’