দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্টে ৩৩২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ফলে টেস্ট সিরিজে ২-০ তে টাইগারদের হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা।
সোমবার ৪১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৮০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছে মুমিনুল হকরা।
৩ উইকেটে ২৭ রান খেলতে নামা বাংলাদেশ ঘন্টাখানেক টিকতে পেরেছে।
চতুর্থ দিন মাত্র ৫৮ মিনিট ও ১৪.২ ওভারে বাকি ৭ উইকেট হারিয়েছে টাইগাররা।
অধিনায়ক মোমিনুল হক ৫, মুশফিকুর রহিম ১, লিটন দাস ২৭, মেহেদি হাসান মিরাজ ২০ ও খালেদ আহমেদ ০ রানে মহারাজার শিকার হন। আর ইয়াসির আলি-তাইজুলকে শুন্য রানে বিদায় করেন হার্মার।
ফলে ২৩ দশমিক ৩ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মহারাজ ৪০ রানে ৭টি ও হার্মার ৩৪ রানে ৩ উইকেট নেন।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে বাংলাদেশের সামনে ৪১৩ রান দেয় দক্ষিণ আফ্রিকা।
প্রথম টেস্টে ২২০ রানের পর এই ম্যাচে ৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।