প্রচ্ছদ ›› খেলা

বিশ্বকাপ থেকে এখনও অনেক কিছু নেয়ার আছে: মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২১ ১৫:০২:২৩ | আপডেট: ৩ years আগে
বিশ্বকাপ থেকে এখনও অনেক কিছু নেয়ার আছে: মাহমুদউল্লাহ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বাকি দুই ম্যাচ রূপ নিয়েছে কেবলই নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতায়। কিন্তু টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখনও অনেক কিছু নেয়ার আছে বাংলাদেশের।

সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে ১২ দল। প্রতিটি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। এর মধ্যে নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই বাংলাদেশ দলের সঙ্গী হয়েছে পরাজয়।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে ধরাশয়ী হন সাকিব-মুশফিকরা। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচেও শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা বুঝতে পারছি যে আমাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ।বিশ্বকাপ থেকে আমাদের এখনও অনেক কিছু নেয়ার আছে। শেষ দুই ম্যাচ জিততে পারলে দারুণ হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি বজায় রাখতে, ভাল করার জন্য আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু রাউন্ড ওয়ানের প্রথম ম্যাচেই ধাক্কা খায় সাকিব-সৌম্যরা। স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয় দিয়ে শুরু হয় বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এরপর রাউন্ড ওয়ানের বাকি দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় লাল-সবুজ জার্সিধারীরা।

সুপার টুয়েলভে আবারও নিজেদের হারিয়ে ফেলেন বাংলাদেশি ক্রিকেটাররা। বাজে ফিল্ডিং, ক্যাচ মিস ছাড়াও শেষ দুই ম্যাচে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা। গত তিন ম্যাচে অন্তত পাঁচটি ক্যাচ মিস করেছেন বাংলাদেশি ফিল্ডাররা, যা ম্যাচের ফলাফল নির্ধারণে বিরাট ভূমিকা রেখেছে।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে দুটি ক্যাচ মিস করেন লিটন দাস, যা শেষ পর্যন্ত বাংলাদেশের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আর ক্যারিবিয়দের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাহেদি হাসান দুটি এবং আফিফ হোসেন একটি করে ক্যাচ মিস করেন। এছাড়া একটি স্ট্যাম্পিংয়ের সুযোগও হাতছাড়া করেন লিটন।

এদিকে উন্ডিজের বিপক্ষে জিততে শেষ ২ ওভারে জয়ের জন্য বাংলাদেশ দলের দরকার ছিল ২২ রান। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটিতে ৩ রানে হেরে যায় বাংলাদেশ। 

নিজেদের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি আমরা ভালো ব্যাটিং করেছিলাম। আমার ও লিটনের মধ্যে পার্টনারশিপটি পরিকল্পিত ছিল এবং আমরা ম্যাচটি সিল করতে যাচ্ছিলাম। কিন্তু বাউন্ডারিতে লিটনের আউট আমাদের প্রথম জয়ে বাধা হয়ে দাড়ায়। এরপর ম্যাচটি ভালো অবস্থানে নেয়ার দায়িত্ব ছিল আমার। কিন্তু আমি পারিনি। এইজন্য আমি শুধুমাত্র আমাকেই দায়ী করব।’