প্রচ্ছদ ›› খেলা

বিশ্বকাপ দলে জায়গা পেলেন সৌম্য-শরীফুল, বাদ সাব্বির-সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২২ ২০:৫৮:৫০ | আপডেট: ২ years আগে
বিশ্বকাপ দলে জায়গা পেলেন সৌম্য-শরীফুল, বাদ সাব্বির-সাইফউদ্দিন
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। দল থেকে বাদ পড়লেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

শুক্রবার দলে পরিবর্তনের এ খবর জানায় বিসিবি।

আইসিসির বেধে দেওয়া নিয়ম অনুযায়ী, আগামী ১৫ অক্টোবরের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে দিতে হতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। তার একদিন আগেই আজ শুক্রবার নিজেদের চূড়ান্ত দল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠাল বিসিবি।

এদিকে টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল শনিবার ব্রিজবেনে পৌঁছাবে বাংলাদেশ দল।

বিশ্বকাপ মিশন শুরুর আগে আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান(অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।