টানা জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্রিস গেইল। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের বাকি অংশে আর দেখা যাবে না পাঞ্জাব কিংসের এই ক্যারিবিয় তারকাকে।
পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে গেইলের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। বিশ্বকাপের আগে নিজেকে সতেজ রাখতেই গেইল আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
গেইল বলেন, ‘গত কয়েক মাস ধরে আমি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, সিপিএল ও আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছি। মানসিকভাবে এখন আমি নিজেকে সতেজ রাখতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলকে সাহায্য করার জন্য নতুন করে মনোযোগ দিতে চাই এবং দুবাইয়ে একটু বিশ্রাম নিতে চাই।’
এদিকে আইপিএল ছাড়ার অনুমতি পাওয়ায় পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিকেও ধন্যবাদ জানিয়েছেন উন্ডিজের এই তারকা ব্যাটসম্যান। গেইল বলেন, ‘আমাকে ছেড়ে দেয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ জানাই। আমার শুভকামনা দলের জন্য সবসময় থাকবে। সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা রইল।’
গেইলের আইপিএল ছাড়ার প্রসঙ্গে পাঞ্জাব কোচ অনিল কুম্বলে বলেন, ‘আমি একটা সময় গেইলের বিপক্ষে খেলেছি এবং কোচিংও করিয়েছি। সে একজন পেশাদার একজন। দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য নিজেকে তরতাজা রাখতে চায়। দল তার সিদ্ধান্তকে সম্মান করে।’
আইপিএলের এবারের আসরে পাঞ্জাবের হয়ে ১০ ম্যাচে মাঠে নেমেছেন গেইল। এর মধ্যে ভারত পর্বে আটটি এবং সংযুক্ত আরব আমিরাত পর্বে খেলেছেন ২ ম্যাচ। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মারকুটে এই ব্যাটসম্যান। ১০ ম্যাচে মিলিয়ে করেছেন ১৯৩ রান। কিন্তু এবারের আসরে কোনো হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি।