টি-টোয়েন্টিবিশ্বকাপ বাছাইপর্ব অসাধারণভাবে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে শুভসূচনা করে বাংলার বাঘিনীরা।
এদিন আবুধাবিতে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দারুণ হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে নারী ক্রিকেট দল। পরে সালমা-মেঘলাদের স্পিনে ১২৯ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
সোমবার বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।