প্রচ্ছদ ›› খেলা

টি-টোয়েন্টি র‌্যাংকিং

বিশ্বকাপের মধ্যেই ২ ধাপ পেছালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২১ ১২:৪৭:২৩ | আপডেট: ৩ years আগে
বিশ্বকাপের মধ্যেই ২ ধাপ পেছালো বাংলাদেশ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ৬ নম্বর দল হিসেবে বিশ্বকাপের শুরুটা হয়েছিল বাংলাদেশের, কিন্তু বৈশ্বিক এ ইভেন্ট শেষ হবার আগেই এরই মধ্যে ৮ নম্বরে নেমে গেলো বাংলাদেশ।

গত ২৬ অক্টোবর হালনাগাদ করা আইসিসির র‌্যাংকিংয়ে ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন টাইগাররা। নতুন র‌্যাংকিংয়ে আরও পেছাতে পারে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভে হারের পরই দুই ধাপ পিছিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বুধবার তারা হেরেছে ইংল্যান্ডের কাছেও। এতে বুঝা যায়, নতুন করে র‌্যাংকিং প্রকাশ হলে তাতে আরও অবনতি দেখা যাবে বাংলাদেশের। বিশ্বকাপে একটি ম্যাচও জিততে না পারলে চলে যাবে দশেরও নিচে।

এখন ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশেরই সমান ২৩৬ রেটিং পয়েন্ট থাকলেও টাইগারদের এক ধাপ উপরে ৭ নম্বরে আছে আফগানিস্তান।

র‌্যাংকিংয়ে ১ নম্বরে রয়েছে ইংল্যান্ড, তাদের রেটিং পয়েন্ট ২৭৮। দুইয়ে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয়ে আছে অস্ট্রেলিয়া।