প্রচ্ছদ ›› খেলা

বিয়ে করলেন জাতীয় দলের ওপেনার মুনিম শাহরিয়ার

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২২ ১৫:৫০:৪১ | আপডেট: ২ years আগে
বিয়ে করলেন জাতীয় দলের ওপেনার মুনিম শাহরিয়ার

বিয়ে করলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার মুনিম শাহরিয়ার। গত ২২ জুলাই কনে ইফাত কথার সঙ্গে ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

জানা যায়, ময়মনসিংহের মেয়ে কথা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

নিজের বিয়ের বিষয়ে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী কথার সঙ্গে একটি ছবি পোস্ট দেন মুনিম।

ছবির ক্যাপশনে মুনিম লিখেছেন, ‘গত ২২ জুলাই আমি বিয়ে করেছি। সবকিছু রাতারাতি হওয়াতে আমি কাউকেই আমন্ত্রণ জানাতে পারিনি। ইনশাআল্লাহ, সামনে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে রহমত দান করুন।’

মুনিম অবশ্য ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার বিয়ের দিনই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পান। আগামী ২৬ জুলাই জাতীয় দলের সঙ্গে ঢাকা ছাড়বেন তিনটি টি-টোয়েন্টি খেলা এই তরুণ ওপেনার।