প্রচ্ছদ ›› খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত বরিশাল-সিলেটের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৮:১২ | আপডেট: ৩ years আগে
বৃষ্টিতে পরিত্যক্ত বরিশাল-সিলেটের ম্যাচ

মাঘের বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ১৯তম ম্যাচ।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের মধ্যকার ম্যাচটি।

প্রচলতি নিয়ম অনুযায়ী, সিলেট ও বরিশালকে দেয়া হয়েছে একটি করে পয়েন্ট। যা নিয়ে সিলেট হয়তো সন্তুষ্টই থাকবে। কিন্তু বরিশাল নিশ্চিতভাবেই আশায় ছিল পূর্ণ ২ পয়েন্টের।

পরিত্যক্ত হওয়ার পর এখন সাত ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ১ পরিত্যক্ত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে বরিশাল। অন্যদিকে তিন হারের পর বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট পেয়েছে সিলেট। তাতে মাত্র ৩ পয়েন্ট নিয়ে সবার নিচেই রয়েছে তারা।