প্রচ্ছদ ›› খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ক্রীড়া ডেস্ক
০৩ জুলাই ২০২২ ১৬:৩৭:২০ | আপডেট: ৩ years আগে
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
সংগৃহীত

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। ১৩ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করে মাহমুদুল্লাহরা।

বাংলাদেশ সময় গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় ডোমিনিকার উইন্ডসর পার্কে প্রথম টি-টোয়েন্টি শুরুর কথা ছিলো। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়াতে পারেনি। মাঝে-মাঝে বৃষ্টি থামলেও, মাঠ ভেজা থাকায়, খেলা শুরুতে বিলম্ব হয়েছে। পরবর্তীতে রাত পৌনে ১টায় টস হয়।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। আর বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে খেলা শুরু হয়। ততক্ষণে ম্যাচটি ১৬ ওভারে নির্ধারিত হয়। পাওয়ার প্লে ঠিক করা ৫ ওভার। একজন সর্বোচ্চ ৪ ওভার বোলিং করতে পারবেন। বাকিরা সর্বোচ্চ ৩ ওভার করে।

বৃষ্টির দাপটের মাঝেও তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ফুটে উঠেছিলো বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতা। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্তর আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ১৩ ওভার শেষে ৮ উইকেটে ১০৫ রান।

পরবর্তীতে দু’দলের অধিনায়কের সাথে আলাপ করে ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ কর্মকর্তারা।

এদিকে আজ রোববার রাতেই একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।