প্রচ্ছদ ›› খেলা

বৃষ্টির কারণে পরিত্যক্ত আয়ারল্যান্ড-আফগানিস্তান ম্যাচ

ক্রীড়া ডেস্ক
২৮ অক্টোবর ২০২২ ১৬:১২:২১ | আপডেট: ২ years আগে
বৃষ্টির কারণে পরিত্যক্ত আয়ারল্যান্ড-আফগানিস্তান ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-১ এর আফগানিস্তান বনাম আয়ারল্যান্ডের ম্যাচটিকে শুক্রবার অবিরাম বৃষ্টির কারণে বাতিল ঘোষণা করা হয়। এদিন একটি বলও মাঠে গড়ায়নি। এতে তিন ম্যাচের দুই ম্যাচ খেলতে পারেনি আফগানরা।

২০২১ সালে ফাইনাল খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের সুপার ১২ ম্যাচটিও বুধবার বৃষ্টির কারণে বাতিল হয়। ফলে দলটি তিন ম্যাচ থেকে পেয়েছে দুই পয়েন্ট।

পয়েন্ট ভাগাভাগিতে গ্রুপ-১ এ আয়ারল্যান্ড বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে।

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় খেলায় ইংল্যান্ডের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার কথা আছে। উভয় দলই সুপার ১২ পর্বে প্রথম দিকে হেরেছে এবং আরেকটি পরাজয় যেকোনো একটি দলকে সেমিফাইনাল থেকে বাদ দিতে পারে।

সোমবার আয়ারল্যান্ড অস্ট্রেলিয়ার এবং মঙ্গলবার আফগানিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে।