ডারবানের কিংসমিডে তৃতীয় দিনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে চারশোর নিচে আটকে রাখার পর ব্যাট করতে নেমে ভালো অবস্থা থেকে পথ হারানোর পথে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, আমাদের প্রথম লক্ষ্য ব্যবধান যতটা সম্ভব কমানো।
মাহমুদুল হাসান জয়, ব্যাটিংয়ের অপেক্ষায় থাকা লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি ও মিরাজ। তাই তাদের কাঁধে অনেক দায়িত্ব। সেটা পালনের পথ মোটেও সহজ নয়। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মিরাজ জানালেন, ব্যবধান যতটা সম্ভব কমানো-ই হবে তাদের প্রথম লক্ষ্য।
তিনি আরও বলেন, এখনও খেলা অনেক বাকি। দুই দিন দেখেই ফল অনুমান করা সম্ভব না। আমি মনে করি, আমাদের এখনও অনেক সুযোগ আছে। জয় খুব ভালো খেলছে, এরপর লিটনদা (দাস) আছেন, রাব্বি (ইয়াসির আলি চৌধুরি) আছে, আমি আছি। আমরা চেষ্টা করব, ইনিংস যত দূর সম্ভব নিয়ে যাওয়া যায়।
মিরাজ বলেন, ‘ক্রিকেট খেলায় সবই সম্ভব। আমরা ইনিংস যত দূরে নিতে পারব আমাদের জন্য তত ভালো হবে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা ওদের জন্যও কঠিন হবে। এ জন্য প্রথম ইনিংসে আমরা যত দূর যেতে পারি আমাদের জন্য তত ভালো হবে।’
দ্বিতীয় দিন থেকেই স্পিনাররা যথেষ্ট টার্ন পাচ্ছেন। স্বাগতিকদের দুই স্পিনার সাইমন হার্মার ও কেশভ মহারাজ পরীক্ষা নিচ্ছেন ব্যাটসম্যানদের। একশ রানের আগেই চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের জন্য লিড এখন অনেক দূরের পথ।
প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনকেই হারিয়ে দল হয়ে পড়েছে কোণঠাসা। এখান থেকে কি লিড নেওয়া সম্ভব? লিড; আসলে এখনও অনেক দূরের চিন্তা। আমরা চেষ্টা করব প্রথম সেশনটা খেলার জন্য। ব্যাটসম্যানদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ থাকবে কালকের দিনটা। আমাদের চার উইকেট পড়ে গেছে। বাকি যে ব্যাটসম্যানরা আছে, অবশ্যই তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জ নিয়েই আমাদের এগোতে হবে।
দ্বিতীয় দিনের লাঞ্চের পর থেকে উইকেটে স্পিনারদের জন্য সুযোগ বাড়ছে। শেষ বেলায় সেটা আরও নিশ্চিত হওয়া যায় সাইমন হার্মার ও কেশভ মহারাজের বোলিংয়ে। দক্ষিণ আফ্রিকার রানের যতটা সম্ভব কাছাকাছি যাওয়া যায়, আপাতত সেই চেষ্টার কথাই বললেন এই অফ স্পিনিং অলরাউন্ডাররা। সফরকারীদের ৪টি উইকেটই নিয়েছেন অফ স্পিনার হার্মার। অন্য প্রান্তে ভীতি ছড়াচ্ছেন মহারাজ।
প্রসঙ্গত, ডারবানের কিংসমিডে শুক্রবার ৪ উইকেটে ৯৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে গুটিয়ে দেওয়া দলটি এখনও ২৬৯ রান পিছিয়ে। তাসকিন আহমেদকে নিয়ে মাঠে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।