প্রচ্ছদ ›› খেলা

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২২ ১০:৫১:৪৮ | আপডেট: ২ years আগে
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে মুসা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এই ঘটনা ঘটে। মুসা কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল হকের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পতাকা কিনে আনে মুসা। বিকেলে পরিবারের সবাই ঘুমালে মুসা পতাকা টাঙাতে গিয়ে তিনতলার ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।