প্রচ্ছদ ›› খেলা

বড় পরাজয়ে চ্যাম্পিয়নস লিগের আশা শেষ রোনালদোদের

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২২ ১৩:০৮:২৮ | আপডেট: ৩ years আগে
বড় পরাজয়ে চ্যাম্পিয়নস লিগের আশা শেষ রোনালদোদের

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই হারে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার আশা শেষ হয়ে গেল রোনালদো-পগবাদের।

লিগে রেড ডেভিলদের আর এক ম্যাচ বাকি আছে। সেই ম্যাচে তিন পয়েন্ট পেলেও চ্যাম্পিয়নস লিগের জন্য কোয়ালিফাই করতে পারবে না দলটি।

এদিকে ম্যানইউয়ের সঙ্গে রোনালদোর আরও এক মৌসুমের চুক্তি থাকলেও তিনি দল ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে।

৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানেই থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে ব্রাইটন।

এটি হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বাজে মৌসুম।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে ৩৮ ম্যাচে ৬৪ পয়েন্ট অর্জন করেছিল তারা।