প্রচ্ছদ ›› খেলা

বড় পর্দায় ফাইনাল দেখা যাবে রাজধানীর যেসব স্থানে

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২২ ১৭:২৫:২৩ | আপডেট: ২ years আগে
বড় পর্দায় ফাইনাল দেখা যাবে রাজধানীর যেসব স্থানে
ছবি- সংগৃহীত

কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ রোববার রাত ৯ টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। এমন পরিস্থিতিতে আজ ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ খেলা প্রদর্শন হবে। ফলে আর্জেন্টিনা-ফ্রান্সের মতো টান টান উত্তেজনার ম্যাচ সম্মিলিতভাবে দেখতে পারবে রাজধানীর দর্শকরা।

নগদের উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে।

টিএসসি ছাড়াও রাজধানীর আরও কিছু জায়গায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানো হচ্ছে।

এর মধ্যে রয়েছে- মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, সরকারি তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিংমলের সামনে। এছাড়াও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, মতিঝিলের মধুমতি সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা যাবে।