ভারত সফরের সূচি পরিবর্তনের আবেদন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের ও টি-২০ সিরিজ খেলার পর শ্রীলঙ্কার মুখোমুখি হবেন রোহিত শর্মারা।
২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ওই সফর শুরু হওয়ার কথা ছিল, তারপর টি-২০ সিরিজ। কিন্তু শ্রীলঙ্কা বোর্ড চাইছে আগে টি-২০ সিরিজ খেলতে।
কারণ, বোয়ো বাবলের সুবিধা। ভারত সফরের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবেন লঙ্কার ক্রিকেটাররা। সেই দলটাকেই ভারতে পাঠাতে চায় শ্রীলঙ্কা। বাবল টু বাবল ট্রান্সফার করা সুবিধাজনক হতে পারে। তাই সূচি বদলের আবেদন লঙ্কা বোর্ডের।
শ্রীলঙ্কা বোর্ড এই আবেদন করায় কিছুটা যেন সুবিধাই হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। কারণ ভারতের কোভিড পরিস্থিতির দিকে তাকিয়ে টেস্ট ভেন্যু চূড়ান্ত করার জন্য আরও কিছুটা সময় পেয়ে যাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এখন পর্যন্ত ঠিক করা হয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে মোহালি, ধর্মশালা ও লক্ষ্ণৌতে। টেস্ট ম্যাচ দুইটি হওয়ার কথা বেঙ্গালুরু ও মোহালিতে।