প্রচ্ছদ ›› খেলা

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৪ ১৮:৫৭:১৬ | আপডেট: ১ মাস আগে
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ মঙ্গলবার ভারতকে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে। নেপালের কাঠমান্ডুতে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এবারের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে খেলছে চার দল। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। দুই ম্যাচে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের পয়েন্ট ৬। আর একটি করে জয় পাওয়া ভারত ও নেপালের পয়েন্ট ৩। টানা দুই ম্যাচ হেরে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভুটান। নেপাল ও ভারতের আগামী ম্যাচে যারা জিতবে তারাই খেলবে ১০ মার্চের ফাইনালে। আর আগামী ৮ মার্চ ভুটানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ পরিণত হয়েছে শুধুই আনুষ্ঠানিকতায়।

নেপালের কাঠমান্ডুতে আজ আলফি আক্তারের গোলে ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে ভারত। টানা আক্রমণের ফলও পায় তারা। ৫৪ মিনিটের মাথায় বাংলাদেশের জালে বল জড়ান দেশটির ফরোয়ার্ড আনুশকা কুমারী।

তবে ক্রমেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ৮০ মিনিটের মাথায় ভারতের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে দুরন্ত গতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকে গোল করেন প্রীতি। লিড পায় বাংলাদেশ। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়ের ব্যবধান বাড়ান অর্পিতা বিশ্বাস। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।