প্রচ্ছদ ›› খেলা

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২১ ১৯:৫৯:০৮ | আপডেট: ৩ years আগে
ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১-০ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আনাই মগিনি। এই গোলেই শিরোপা জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

ঘরের মাঠে অনুষ্ঠিত এই আসরে কোনো গোল হজম করেনি বাংলাদেশের মেয়েরা। বরং আসরজুড়ে দুর্দান্ত ফুটবল খেলা লাল-সবুজ জার্সিধারীরা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ২০ বার।

বুধবার ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল উপহার দেয় বাংলাদেশের মেয়েরা। একইসঙ্গে একের পর এক আক্রামণ-পাল্টা আক্রমণে দর্শকদের বুঁদ করে রাখে তারা। কিন্তু এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি বাংলাদেশ।

ম্যাচের ৭৯ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। শাহেদা আক্তার রিপার ব্যাকহিল থেকে পাওয়া বলে দুর্দান্ত শট নেন আনাই মগিনি। গোলরক্ষক বলের ফ্লাইট বুঝে ওঠার আগেই বল জড়িয়ে যায় ভারতের জালে। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। শেষ পর্যন্ত আনাই মাগিনির একমাত্র গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি শিরোপা জয়ের রেকর্ডও অক্ষুন্ন রেখেছে বাংলাদেশ দল। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। এবার সেই একই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলো সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ নামে।