প্রচ্ছদ ›› খেলা

ভারতকে ৫ উইকেটে হারালো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২২ ২১:০০:১০ | আপডেট: ২ years আগে
ভারতকে ৫ উইকেটে হারালো প্রোটিয়ারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গ্রুপ টুর ম্যাচে কোহলি-রোহিতদের ৫ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা।

রোববার আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে ভারত। জবাবে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় পায় সাউথ আফ্রিকা।

প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৩ রান করে থামে ভারতের ইনিংস।

আর এ রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। পাঁচ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। মিলার ৪৬ বলে ৫৯ রান করলেন।

প্রোটিয়াদের পক্ষে এনগিডি ২৯ রানে ৪টি আর ওয়েইন পারনেল ১৫ রানে ৩টি উইকেট নেন।

ভারতের হারে পাকিস্তান ও বাংলাদেশের জন্য সেমিফাইনাল খেলা কঠিন হয়ে গেল। পাকিস্তানের পরবর্তী দুই ম্যাচ বাংলাদেশ ও সাউথ আফ্রিকার বিপক্ষে। আর বাংলাদেশ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে।