এবার ভারত ক্রিকেট দলের প্রধান কোচ হতে সম্মতি জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়।
টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে আগে দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসে বিসিসিআই কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহসহ বিভিন্ন কর্মকর্তাগণ। তাদের সঙ্গে বৈঠকে ২০২৩ সাল পর্যন্ত ভারতের কোচ হতে সম্মতি দেন দ্রাবিড়।
বোর্ডের সঙ্গে সম্মতি দেওয়ায় দ্রুতই ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন তিনি। চুক্তি অনুযায়ী ভারতের দায়িত্ব নিলে ১০ কোটি রুপি করে বেতন পাবেন দ্রাবিড়। ভারতের মাটিতে আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। এই সময়কালে তার অধীনে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলবে ভারত।
২০১৮ সালে দ্রাবিড়ের হাত ধরে যুব বিশ্বকাপ জিতেছিল ভারত। গত দুই বছর ধরে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করছেন দ্রাবিড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে কোচ রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদ হয়ে যাচ্ছে। তার আগেই দলের কোচ ঠিক করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।