প্রচ্ছদ ›› খেলা

ভোট না চেয়েও পাপন পেলেন সর্বোচ্চ ভোট

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২১ ১৭:১৩:২২ | আপডেট: ৩ years আগে
ভোট না চেয়েও পাপন পেলেন সর্বোচ্চ ভোট

নাজমুল হাসান পাপন। যিনি টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেলেও কোনো কাউন্সিলরের কাছেই ভোট চাননি বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। এবারের নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ৫৭ ভোটের বিপরীতে ৫৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন পাপন।

দীর্ঘদিন ক্রিকেট নিয়ে কাজ করার পর এবার কি কাউন্সিলরদের কাছে ভোট চেয়েছিলেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্যি কথা হলো আমি কারও কাছে ভোট চাইনি। আমি কারও কাছে ভোট চাইনি।

পাপন বলেন, আমি পরীক্ষা করতে চেয়েছি, পরিস্থিতি আসলে কী? মানুষ কি মনে করে। ভোটাররা কি মনে করে।