সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে আজ বিপিএলের নবম আসরের মাঠের লড়াই শুরু হচ্ছে। দুদলের ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। একই দিন দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ও কুমিল্লা পরস্পরের বিপক্ষে মাঠে নামবে। এ ম্যাচটি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে।
নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে গতকাল মিরপুরের একাডেমি মাঠে নিজেদের ঝালিয়ে নেন সিলেটের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সিলেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। অনেক দিন পর মাঠে নামছেন তিনি।
কতটা প্রস্তুত আছেন? মাশরাফি বলেন, ‘এটা আসলে কঠিন প্রশ্ন। ম্যাচও খেলিনি। ম্যাচের মাধ্যমেই প্রন্তুত হতে হবে। মানসিকভাবে ঠিক আছি। এমন তো না যে, শুধু মানসিকভাবে ঠিক থাকলে স্কিল ঠিক থাকবে।’ মাশরাফি মনে করেন, সিলেট দলটি সুসংগঠিত। তবে মাঠে কেমন করবে, সেটা বলা কঠিন।
মাশরাফি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি চায় ভালো কিছু করতে। সব দলই চায় চ্যাম্পিয়ন হতে। আমরাও অবশ্য তার ব্যতিক্রম কিছু না। এটা তো আর বলেকয়ে হবে না। মাঠে ভালো করতে হবে। ওয়ান বাই ওয়ান ম্যাচ...। আজ শুক্রবার যদি ভালো করতে পারি, এটা তো মোমেন্টামের খেলা। শেষের দিকে না তাকিয়ে আমরা শুরু থেকে ভালো করার চেষ্টা করব।’
মাশরাফির মতে, বিপিএলে দেশের কোচদের জন্য দারুণ সুযোগ। জয় দিয়ে বিপিএল শুরু করতে চাইবে সিলেট। অন্যদিকে নিজেদের মেলে ধরতে চায় চট্টগ্রাম। এ দলটির নেতৃত্বে আছেন শুভাগত হোম। তারাও জয় দিয়ে বিপিএল শুরু করতে চায়।
অন্যদিকে রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে কুমিল্লার কোচ সালাউদ্দিন জানিয়েছেন, তাদের দল ভালো কিছুই করতে চায়। তবে প্রতিপক্ষ নিয়ে আগে পরিকল্পনা সাজানোটা কঠিন। কেননা বিদেশি খেলোয়াড়রা অনেকেই আসা-যাওয়ার মধ্যে রয়েছে। যে কারণে পরিকল্পনা সাজানো কঠিন। অন্যদিকে মূল লড়াইয়ে মাঠে নামার আগে প্রস্তুত রংপুরের ক্রিকেটাররা। এরই মধ্যে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে খুলনার বিপক্ষে। মাঠের লড়াইয়ে নামার জন্য প্রস্তুত এখন রংপুর। অন্যদিকে কুমিল্লা দলও নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে চায়। তাদের দলে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস। তবে বিপিএলের প্রাথমিক পর্বে ডিআরএস না থাকায় হতাশা প্রকাশ করেছে দলগুলো।