প্রচ্ছদ ›› খেলা

মারা গেলেন কিংবদন্তি ইংল্যান্ড ক্রিকেটার টেড ডেক্সটার

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২১ ১৪:৪৯:৪৫ | আপডেট: ৩ years আগে
মারা গেলেন কিংবদন্তি ইংল্যান্ড ক্রিকেটার টেড ডেক্সটার

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক এডওয়ার্ড রাল্ফ টেড ডেক্সটার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি 'লর্ড টেড' ডাকনামে পরিচিত।

বৃহস্পতিবার সকালে মেরিলিবোন ক্রিকেট ক্লাব-এমসিসি তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

বিবৃতিতে জানানো হয়, বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৯৩৫ সালেের ১৫ মে ইতালির মিলানে জন্মগ্রহণ করেন এডওয়ার্ড রাল্ফ টেড ডেক্সটার।

কেন্টের সাবেক ক্রিকেটার টম লংফিল্ডের কন্যা সুজান জর্জিনা লংফিল্ডকে বিয়ে করেন টেড ডেক্সটার । টমাস ও জেনেভিভ নামে দুই সন্তানের জনক তিনি।

১৯৬০-এর দশকে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেন টেড ডেক্সটার। এছাড়াও, কাউন্টি ক্রিকেটে সাসেক্স দলের অধিনায়কত্ব করেন তিনি।

আক্রমণধর্মী ব্যাটসম্যান ছিলেন তিনি। পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়েও পারদর্শিতাও ছিলেন।