প্রচ্ছদ ›› খেলা

মার্চে আইসিসির সেরা খেলোয়াড় সাকিব

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৩ ১৭:১৬:৩৭ | আপডেট: ২ years আগে
মার্চে আইসিসির সেরা খেলোয়াড় সাকিব

মার্চ মাসে আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলর‌াউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন সাকিব।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইসিসি। গত মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন রুয়ান্ডার অলরাউন্ডার হেনরিয়েট ইশিময়ে।

এ নিয়ে দুইবার আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার হলেন সাকিব। এর আগে ২০২১ সালের জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে সাকিব ছাড়া একমাত্র মুশফিক জিতেছেন এই পুরস্কার (২০২১ সালের মে)।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। জিততে হলে সাকিবের এক্ষেত্রে লড়তে হবে নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং আরব আমিরাতের আসিফ খানের সঙ্গে। আজ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে আইসিসি।

গত মাসে সাকিবের পারফরম্যান্স ছিল দুরন্ত। সব সংস্করণ মিলিয়ে করেছেন ১২ ম্যাচে করেছেন ৩৫৩ রান। বল হাতে নিয়েছেন ১৫ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সেই এই মনোনয়ন পেলেন সাকিব।

ইংল্যান্ডের বিপক্ষে গত মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। সেই সিরিজে ব্যাট হাতে জোড়া হাফ সেঞ্চুরি করেন সাকিব। বল হাতে নেন ৬ উইকেট। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। বল হাতে সেই সিরিজে সাকিব ৩ উইকেট পেলেও ইকোনমি ছিল ঈর্ষণীয়। ব্যাটেও এসেছে রান।

আয়ারল্যান্ডের বিপক্ষেও ওয়ানডে ফর্ম ধরে রাখেন সাকিব। প্রথম ওয়ানডেতে খেলেন ৯৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস। ওই সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডারের সংগ্রহ ৫ উইকেট। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০ রানের পর দ্বিতীয় ম্যাচে করেছেন অপরাজিত ৩৮ রান।

আর কেন উইলিয়ামসন মূলত শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পারফরম্যান্স দিয়ে সেরার মনোনয়ন পেয়েছিলেন। সেই সিরিজে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরির দেখা পান এই কিউই ব্যাটসম্যান। প্রথম টেস্টে দলকে এনে দিয়েছেন অবিশ্বাস্য জয়। আর আসিফ খানের মনোনয়ন পাওয়ার কারণ ছিল, গত মাসে নেপালের বিপক্ষে তার বিস্ফোরক সেঞ্চুরি। ৪২ বলে তার ১০১ রানের সেই ইনিংসে ছিল ১১টি ছক্কা।