প্রচ্ছদ ›› খেলা

মাশরাফির ধারে-কাছেও কেউ নেই

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৪ ১৮:৫৯:৪৭ | আপডেট: ১ year আগে
মাশরাফির ধারে-কাছেও কেউ নেই

চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন আসনে আসনে চলছে ভোট গণনার কাজ। এরই মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পাওয়া ভোটের ধারে-কাছেও নেউ অন্য কোনো প্রার্থী।

এখনো পর্যন্ত পাওয়া তিনটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকের মাশরাফি পেয়েছেন ৩৬১৬ ভোট। তার নিকটতম প্রার্থী হাতুড়ি প্রতীকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৭৬ ভোট। লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ পেয়েছেন ৪৫ ভোট।

এর আগে, আজ রবিবার সকাল পৌনে ১১ টায় নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি। ভোটদানের পর উপস্থিত সাংবাদিকের মাশরাফি বলেন, ‘ভোটার উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত আমি সন্তুষ্ট। তবে শীতের সকালে কিছুটা কম উপস্থিত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে মনে করি।’

মাশরাফির আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এ আসনে ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৮০৪টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।

এই আসনে মাশরাফি ছাড়াও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ), ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল) প্রতিদ্বন্দ্বিতা করেছেন।