প্রচ্ছদ ›› খেলা

মিরপুরে হাজী আবদুস সাত্তার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৩ ১৪:৫৫:১০ | আপডেট: ১ year আগে
মিরপুরে হাজী আবদুস সাত্তার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মিরপুরে সমাজকল্যাণমূলক যুব সংগঠন ‘সৃষ্টির আলো’র উদ্যোগে ‘হাজী আবদুস সাত্তার স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট’ আয়োজন করা হয়েছে। বিশিষ্ট সমাজকর্মী এবং রাজনীতিবিদ মো. হাসিবুল হাসান পিন্টু গত ৮ মার্চ পীরেরবাগের গাত্থারপাড় মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন। এবারের আসরে সর্বমোট ৩২ টি দল অংশগ্রহণ করছে।

ঢাকা সিটি কর্পোরেশনের মিরপুর থানার ১৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মরহুম হাজী আব্দুস সাত্তারের স্মরণে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনকালে মো. হাসিবুল হাসান পিন্টু বলেন, ‘তরুণ সমাজকে মাদক এবং অনৈতিক কাজ থেকে দূরে রাখার জন্য এমন আয়োজন প্রশংসনীয়’। এই ধরনের খেলাধুলা, দলগত কাজকে উত্সাহিত করে এবং যুবকদের স্বাস্থ্যকর কার্যকলাপে জড়িত হতে উৎসাহিত করবে’।

বর্তমানে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা চলছে। গাত্থারপাড় মাঠে আকর্ষণীয়ভাবে আলোকসজ্জার মাধ্যমে শুধুমাত্র রাতের বেলা-ই ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে দর্শকদের উপস্থিতি লক্ষ্যণীয় এবং তারা অত্যন্ত আনন্দের সাথে খেলাটি উপভোগ করছেন বলে জানিয়েছেন।

‘সৃষ্টির আলো’র সদস্য এবং কর্মীরা অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে টুর্নামেন্টটি পরিচালনা করছেন। টুর্নামেন্টটি আরও কয়েকদিন চলবে এবং আয়োজকরা আশা করছেন মরহুম হাজী আবদুস সাত্তারের স্মৃতির স্মরণে এমন আয়োজন প্রতি বছরই অনুষ্ঠিত হবে।