প্রচ্ছদ ›› খেলা

মিরাজের ঘূর্ণিতে বিপাকে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৩ ১৬:২৮:৪১ | আপডেট: ১ year আগে
মিরাজের ঘূর্ণিতে বিপাকে ইংল্যান্ড
ছবি সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে মাত্র ১০০ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়েছে ইংল্যান্ড।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করেছে ইংল্যান্ড।

ইংলিশ শিবিরে প্রথম আঘাত আনেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় এবং ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ৫ রানে থাকা ইংলিশ ওপেনার ডেভিড মালানকে ফেরান তাসকিন।

এরপরই দলীয় ৫০ রান হতেই আরেক ওপেনার ফিল সল্টকে ফেরান সাকিব। স্কোর বোর্ডে ৫ রান যোগ হতেই ইংলিশ অধিনায়ক বাটলারকে আউট করেন হাসান মাহমুদ।

অন্যদিকে নবম ওভারে বল করতে এসে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে মাত্র ১৫ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ।

১৫তম ওভারে আবারও জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ওভারের দ্বিতীয় স্যাম ক্যারান ও চতুর্থ বলে ক্রিস ওকসকে স্টাম্পিংয়ে শিকার বানান মিরাজ। এরপর ১৭ তম ওভারে ক্রিস জর্ডানকে সাজঘরে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন মিরাজ।

রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে গড়ায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি রয়েছে। এ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে যে কোনো ফরম্যাটে সিরিজ জিততে পারবে দলটি।

এর আগে চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আর্চার।