প্রচ্ছদ ›› খেলা

মুশফিকের রানে ফেরার ম্যাচে জয়ে ফিরলো খুলনা

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২ ১৭:১১:০৩ | আপডেট: ৩ years আগে
মুশফিকের রানে ফেরার ম্যাচে জয়ে ফিরলো খুলনা

ঢাকা পর্বে দিনের চার ম্যাচের একটিও পেরোতে পারেনি ১৩০ এর ঘর। চট্টগ্রামে এসেই বদলে গেল সেই চিত্র। আগে ব্যাট করে ১৪০ পেরিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রথম ইনিংসের দৈর্ঘ্য। যদিও সাগরিকার উইকেটে জয়ের জন্য এটা খুব একটা শক্ত ভীত নয়। মাঝারি আকারের লক্ষ্য পেরিয়ে যেতে তেমন বেগ পেতে হয়নি প্রতিপক্ষ খুলনা টাইগার্সের।

ঢাকা পর্বের দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়া খুলনা জয় দিয়েই চট্টগ্রাম পর্ব শুরু করল। তবে ঢাকায় টানা দুই জয়ের পর এখানে প্রথম ম্যাচেই হারের মুখ দেখল মেহেদি হাসান মিরাজরা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৪৩ রান তোলে চট্টগ্রাম। সাগরিকার স্পোর্টিং উইকেটে শুরুটা যেমন হয়েছিল তাদের, শেষটা তেমন হয়নি। তাইতো চট্টগ্রামকে মাঝারি অবস্থায় আটকে দিয়ে দারুণ জয় তুলে নিয়েছে খুলনা। সাত বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে দারুণ শুরু হলো টাইগার্সদের। ৩০ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

দিনের শুরুতে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। চ্যালেঞ্জার্সদের শুরুতে হতাশ করেন ওপেনার কেনার লুইস। যদিও তিনে আসা আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে দারুণ প্রতিরোধ গড়েন আরেক ওপেনার উইল জ্যাক। এই যুগলের ৬২ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন জ্যাক। ২৩ বলে করেন ২৮ রান।

ব্যর্থ হয়েছেন দলটির অধিনায়ক মেহেদি হাসান মিরাজ কিংবা শেষ ভরসা হিসেবে আগের ইনিংসগুলোতে আলো ছড়ানো বেনি হাওয়েলও। আর বরাবরের মতো ব্যাট হাতে দলকে কিছুই দিতে পারেননি মিডলঅর্ডারে আসা শামীম পাটোয়ারিও। যদিও নাইম হাসানের ১৯ বলে ২৫ ও শরিফুল ইসলামের ৬ বলের ১২ রানে ভর করে ১৪৩ রানের লক্ষ্য পায় চ্যালেঞ্জার্সরা।

লক্ষ্য তাড়া করতে এসে করোনা নেগেটিভ হয়ে দলে ফেরা সৌম্যকে শুরুতেই হারায় খুলনা। শরিফুলের শিকার হয়ে তিন বলে ১ রান করেন তিনি। তাকে ফিরিয়ে পুষ্পা উদযাপনে মেতে উঠে চট্টগ্রামের ক্রিকেটাররা। কিন্তু তাদের উদযাপন আর স্থায়ী হতে দেয়নি রনি তালুকদারকে নিয়ে ওপেনার আন্দ্রে ফ্লেচারের জুটি। তাদের ৫০ রানের জুটি ভাঙলে ১৭ রানে ফেরেন রনি।

ঢাকা পর্বে রানের খরা চট্টগ্রাম পর্বে মেটানো যে আভাস দিয়ে রেখেছিলেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। তা তিনি ঠিকই মিটিয়েছেন। যদিও তার আগেই কাজটা সহজ করে দিয়েছিলেন ফ্লেচার। ৪৭ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন ফ্লেচার। পরের কাজটা করে দেন মুশফিক। এই উইকেটরক্ষক ব্যাটারকে দারুণ সঙ্গ দেন সেকুগে প্রসন্না। ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন ৩০ বলে ৪৪ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকা মুশফিক।