প্রচ্ছদ ›› খেলা

মেসির অভিষেক ম্যাচে পিএসজির সহজ জয়

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২১ ০৯:৫২:৪০ | আপডেট: ৩ years আগে
মেসির অভিষেক ম্যাচে পিএসজির সহজ জয়

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামলেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন সুপারস্টারের অভিষেক ম্যাচে রেইমসের বিপক্ষে সহজেই জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা। মেসির অভিষেক ম্যাচে রেইমসকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি।

রেইমসের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজির জার্সিতে মেসির অভিষেক হওয়ার ইঙ্গিত অবশ্য আগে থেকেই মিলেছিল। পিএসজির ২২ সদস্যের স্কোয়াডে মেসিকে রেখেছিলেন কোচ মাউরিসিও পচেত্তিনো। কিন্তু ১১ জনের মূল একাদশে আর্জেন্টাইন সুপারস্টারকে নামাননি তিনি।

রোববার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হয় পিএসজি ও রেইমসের বিপক্ষে ম্যাচটি। কিন্তু মেসির অভিষেকের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত নেইমারের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন পিএসজির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসি মাঠে নামার আগেই অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল পিএসজি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা। জোড়া গোল করে মেসির অভিষেক ম্যাচটি রঙিন করে রাখেন কিলিয়ান এমবাপ্পে।

এদিন ম্যাচের ১৬ মিনিটে প্রথম এবং ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করেন পিএসজির এই ফরাসি তারকা।

এ নিয়ে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পিএসজি। আগামী ১২ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্লারমন্ত ফুটের বিপক্ষে লিগ ওয়ানে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবেন মেসি-নেইমার-এমবাপ্পেরা।